নিজের উপর বারবার হামলার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এছাড়া পটুয়াখালীতে নিজের উপর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ডাকসু ভিপি।

নুর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি আমার প্রাণনাশের শঙ্কাবোধ করছি। কিছুদিন আগেও আপনি বলেছেন যে সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনার কাছে জোরালো অনুরোধ, ভিন্নমতের মানুষের ওপর দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আপনার দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে কার্যকর করুন। আমার সংগঠনের নেতাকর্মীদের অযথা হয়রানি বন্ধ করুন। ’

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর যারা বারবার হামলা করছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়ে আপনি দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমরা আশা করছি।’ তিনি আরো বলেন, ‘অন্যায়ভাবে কাউকে হয়রানি করে তার মুখ বন্ধ রাখা যায় না। ‘বাঙালি জাতিকে তোমরা দাবায়া রাখতে পারবা না’ যা জাতির পিতাই বলে গেছেন।’

সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, ‘আমি তো কোনও অন্যায়-অবিচার করিনি। বরং বারবার আপসহীন থেকে অন্যায়-অনিয়মের প্রতিবাদ করার কারণেই আমরা আওয়ামী লীগের রোষানলে পড়ছি। সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরাও প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, যেন সরকারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ না করি। এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়া হচ্ছে।’

ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর গত ৫ মাসে মোট ৮ বার ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নুরুল হক নুর।