আগামী ৩০ শে আগষ্ট খাগড়াছড়িতে হতে যাচ্ছে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা , অন্য দিকে একই দিনে সারা দেশে এক যোগে অনুষ্টিত হবে স্কুল/কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এই অবস্থায় যারা দুই দিকেই আবেদন করেছে, একই দিনে পরীক্ষার তারিখ হওয়াতে তারা বেকায়দায় পরেছে। পরীক্ষার্থীদের দাবি প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানো হোক। পরীক্ষা পেছালে তারা উভয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। মহালছড়ির বাসিন্দা ও পরীক্ষার্থী থুইসাপ্রু মারমা বলেন আমি দুনোটাই আবেদন করেছি একটা আশা নিয়ে,এখন দুইটা পরীক্ষা একই দিনে হওয়াতে একটা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবো না। থুইসাপ্রু মারমার মত অনেকেই আছে যারা দুইটাতেই পরীক্ষার্থী, এই অবস্থায় তারা কতৃপক্ষের নিকট খাগড়াছড়ির প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

Milton chakma