বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে ডেঙ্গুর ছোবলে বাংলাদেশ নারী ফুটবল দলের ৩ ফুটবলারসহ ৩ নিরাপত্তা কর্মীসহ মোট ৮ জনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন ৩ নারী ফুটবলারের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ নারী দলের ফুটবলার রাজিয়া ও নওশিন জাহান ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। তারা এখন সুস্থ। তবে মুন্নী সম্ভবত বাফুফে ভবনে থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়।

দেখা গেছে, বাফুফে ভবনের নিচতলায় আবর্জনার স্তূপ। বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়। বাফুফের কৃত্রিম টার্ফেও বৃষ্টির পানি জমে থাকে। সেই টার্ফে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা অনুশীলন করেন। এর ফলে তাদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। তিনি আরও বলেন, প্রতিদিন মশা মারার ওষুধ ছিটানো হয়, সবকিছু পরিষ্কার করা হয়, নিয়মিত মশারি টানানো হয়। সকাল থেকেই এসব কার্যক্রম শুরু হয়।