রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচনা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার তার নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক রোহিঙ্গা নেতাই রোহিঙ্গাদের থাকার জন্য প্ররোচনা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মিয়ানমারের সম্মতির পর আজ রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যাবে আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসনের সময় বিকেল ৪টা পর্যন্ত আছে। আশা করছি প্রত্যাবাসন শুরু করা যাবে। ’

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমকে গতিশীল করা জন্য মিয়ানমারকে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারকে একটি কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন, যাতে করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি সহজ হয়।’

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানিয়েছেন, সাক্ষাৎকার দেওয়া ২৯৫ রোহিঙ্গা পরিবারের কেউ স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি নয়। তিনি বলেন, প্রত্যাবাসনের সব প্রস্তুতি নেওয়া আছে। বিকেল পর্যন্ত তাদের সম্মতির জন্য অপেক্ষা করা হবে।