মার্কিন হুলিয়ায় থাকা তেলবাহী জাহাজটি শেষ পর্যন্ত বিক্রি করে দিয়েছে ইরান। জাহাজটিতে ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। তেলসহ জাহাজটি এক অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

ইরান সরকারের এক মুখপাত্র রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তেলসহ জাহাজটি বিক্রি করে দেওয়ার কথা জানান। তিনি বলেন, এখন জাহাজটির গন্তব্য কী হবে, তা তার ক্রেতাই ঠিক করবেন। তবে ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এখন জাহাজটি ভূমধ্যসাগরে আছে। জাহাজটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ইরানের তেলবাহী জাহাজটির নাম ছিল ‘গ্রেস ১’। ৪ জুলাই ব্রিটিশ রয়াল মেরিন জিব্রালটার প্রণালিতে জাহাজটি জব্দ করে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে এমন সন্দেহে জাহাজটিকে জব্দ করা হয়েছিল।