খুলনায় স্ত্রীর দ্বিতীয় স্বামীকে হত্যার দায়ে প্রথম স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মো. খোকন (৪৫) যশোর জেলা সদরের শংকরপুর রেল স্টেশন এলাকার বাসিন্দা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার নাটগা তেতুলিয়া গ্রামের নজির মোল্লার ছেলে। রায় ঘোষণাকালে খোকন আদালতে উপস্থিত ছিলেন, আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৬ নভেম্বর রাত ৩টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নবপল্লী মসজিদ গলির ভাড়া বাসায় দ্বিতীয় স্বামী এমডি বাশারকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্ত্রী জেসমিন বেগম। এ সময় জেসমিনের প্রথম স্বামী মো. খোকন ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে বাশারকে কুপিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

এ ঘটনায় জেসমিন বেগম বাদী হয়ে প্রথম স্বামী খোকনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মুন্সি মো. শফিকুল ইসলাম আদালতে খোকনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার।