দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই গ্রুপের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে। সকালে জিয়াউর রহমানের মাজারে কেন্দ্রীয় নেতারা প্রথমে এবং পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র নেতারা চলে যাওয়ার পর ফুল দেওয়া সময় ঢাকা মহানগর উত্তরের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে খালি গায়ে তিনি মাজার এলাকা ত্যাগ করেন। সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।