রাজধানীর ৩০০ ফিট এলাকার বালু নদী তীরে অবৈধ মদের কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার রাতে অভিযানে সেখান থেকে প্রায় ১২ হাজার লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, সোমবার দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদে ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাবের সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ দেশি মদ ভর্তি ব্যারেল, মাদক তৈরির চুলা ও তাদের অস্থায়ী আবাসস্থলের সন্ধান মেলে। তিনি আরও বলেন, ‘‘বি’ ব্লকের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৬০টি ড্রাম আমরা উদ্ধার করেছি এবং প্রত্যেকটি ড্রামে আনুমানিক ২০০ লিটারের উপরে দেশি মদ রয়েছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১২ হাজার লিটার মদ এখানে রয়েছে।’ বালু নদী তীর নির্জন হওয়ায় ওই এলাকাটিকেই মদের কারখানা হিসেবে বেছে নিয়েছে মাদক চোরাকারবারিরা। শিগগিরই তারা ধরা পড়বে বলেও জানান র‌্যাবের অতিরিক্ত ডিআইজি।