আগামী ২০১৯-২০ অর্থবছরে মশা নিধন কর্মসূচির জন্য ৪৯.৩ কোটির টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসি নগরভবনে মেয়র আতিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। ডিএনসিসি’র ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৫৭.২৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ১ হাজার ১০৬ কোটি টাকা। আর রাজস্ব ব্যয় ৫৫১.৪ কোটি টাকা দেখানো হয়েছে। অপরদিকে উন্নয়ন ব্যায় ও অন্যান্য ব্যায় যথাক্রমে ২ হাজার ৩৩৫.৭৪ কোটি টাকা এবং ১২ কোটি টাকা ধরা হয়েছে।

গত জানুয়ারি থেকে ঢাকায় ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা দমনে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমলোচনার শিকার হন ডিএনসিসি ও ডিএসসিসি’র দুই মেয়র। সরকারি তথ্যে ডেঙ্গু রোগে ৫৭ জন মারা যাওয়ার দাবি করা হলেও সংশ্লিষ্টদের দাবি বাস্তবে এ সংখ্যা কয়েকগুণ বেশি হবে।