প্রেস ইনস্টিটিউট (পিআইবি)‘র উদ্যোগে পাবনায় তিনদিন ব্যাপী পৃথক দু‘টি প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে জেলার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, বেড়া ও সুজানগর উপজেলার ৩৫ জন সাংবাদিকদের জন্য ‘‘সাংবাদিকতায় বুনিয়াদী’’ প্রশিক্ষন (৭ থেকে ৯ সেপ্টেম্বর) এবং সাকির্ট হাউস মিলনায়তনে পাবনা জেলার ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিকদের জন্য ‘‘টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষন’’ (৭ থেকে ৯ সেপ্টেম্বর) উদ্ধোধন করা হয়। সার্কিট হাউসে টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষনের উদ্ধোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কবির মাহমুদ। প্রেসক্লাব মিলনায়তনে বুনিয়াদী প্রশিক্ষনে প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রথমদিনের প্রশিক্ষনে এ রিসোর্স পার্সন ছিলেন চ্যানেল আই‘র সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান রনি। প্রশিক্ষনের সমন্বকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহ আলম।
#