আগামী পাঁচ সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট, যার নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন এমপি’রা। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন হাউজ অব কমন্সের কয়েকজন এমপি ‘শেম অন ইউ’ বলে চিৎকার করেন এবং ‘সাইলেন্সড’ লেখা কাগজ হাতে নিয়ে প্রতিবাদ জানান।

প্রধানমন্ত্রী বরিস জনসন দ্বিতীয়বারের মতো আগাম নির্বাচন ডাকার প্রস্তাব পাস করাতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার ফের পার্লামেন্ট মুলতবি হল। বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সময় চাই বলে যুক্তরাজ্য সরকার মাত্র কয়েকদিন আগেই রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পার্লামেন্ট স্থগিতের অনুমোদন আদায় করেছিল।