এপাশের চোখ তো জানেনা ও পাশের চোখ কি চায়

ও আকাশ! কেনো তোমার হৃদয়ে এতো নীল?
তুমি কি গো আমার হৃদয়ের সবটুকু নিয়ে নিলে!
একটা আকাশের খোঁজে ঘর ছেরেছিলাম বহুবছর আগে
খুজঁতে খুজঁতে কতো দেশ,,কতো নদ-নদী,কতো সমুদ্র,,পাহাড়
পাহাড়িয়া গ্রাম,,ছোট-বড় শহর,, লৌকিক-অলৌকিক সভ্যতা
যেখানে মানুষ যায়নি কখনও,,প্রানের স্পন্দন যেখানে বিবর্ন
কতো কাল,,কতো কাল অবধি শুন্য হৃদয় নিয়ে চাতকের মতো
পৃথিবীর এপাশ থেকে ওপাশ ঘুরে এলাম
এপাশের চোখ তো জানেনা, ও পাশের চোখ কি চায়!

ও আকাশ! কেনো তোমার হৃদয় এতো বিভোর?
তুমি কি গো আমার কবিতার খেলাঘর!
তোমাকে পাবো বলে ঘর ছাড়েনি,,তোমার নীলে নিঃশেষ
হবো বলে পৃথিবীর সকল দুঃখ,,সকল অবসাদ,জরাজীর্ণতা
রৌদ্রদগ্ধ বনাঞ্চল,,আগ্নেয়গিরির জলন্ত লাভা বড় যতন করে
হৃদয়ে সঞ্চয় করেছি,,সঞ্চয় করেছি বিরহিণী আত্মার আর্তনাদ
অস্তিত্বের অমরত্ব যেখানে বাহুবল,, সেখানে দেখেছি মৃত্যুর ছড়াছড়ি
কতো কাল পৃথিবীর অসারত্ব সঞ্চয় করে মৌনতা, স্তব্ধতা আকঁরে ধরে
পৃথিবীর এপাশ থেকে ওপাশ ঘুরে এলাম
এপাশের চোখ তো জানেনা, ও পাশের চোখ কি চায়!

–আমেনা ফাহিম