গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এসময় র‌্যাব’র এক সদস্য আহত হয়েছেন। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। নিহতের নাম মাসুদ পারভেজ ওরফে পারভেজ ডাকাত (৩৪)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামের আজিজুল হকের ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান জানান, গাজীপুরে শ্রীপুরের সাতখামাইর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাত দলের সদস্যরা জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১ এর একটি টহলদল সেখানে অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে মাসুদ পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরে মাসুদ পারভেজকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সোহরাব হোসেন নামে র‌্যাবে’র একজন কনস্টেবল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৬টি সর্ট গান, ১টি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। মাসুদ পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১টি অস্ত্র, ১টি হত্যা ও ১টি মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।