মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিজলী ক্লাবের ১০ম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে মিরসরাই অডিটোরিয়াম হল রুমে সম্পন্ন হয়েছে।

বিজলী ক্লাবের শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় এবং মিরসরাই আওয়ামী যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ ও আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মেজবাউল আলম, বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য মইনুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি।

এছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শান্তি নীড় এর সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ বিন আলী, সাংবাদিক বিপুল দাস, সাংবাদিক বাবলু দে, সংবাদকর্মী আকতার হোসেন ও সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজলী ক্লাবের সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম নয়ন।

এবারের ১০ম বৃত্তি পরীক্ষায় মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ২য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৮জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

আকতার হোসেন, মিরসরাই, চট্টগ্রাম