গাজীপুরে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি সমূহ”র উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ড. এম. এ. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

ভাইস-চ্যান্সেলর উদ্বোধনী বক্তব্যে বলেন, কৃষি উন্নয়নে কৃষকদের অবদান অনস্বীকার্য। উন্নত জাতের ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা দ্রুত নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিমান উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। তিনি কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে কর্মশালায় গাজীপুর জেলার ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠাণে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।