আমরা টোটালি ল লেস স্যোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তিনি বলেন, দেশে গুম খুন চলছে। এভাবে অপরাধ বাড়ছে। আমাদের সমাজ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে খাদে পড়ে যাবে।

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত গুম বিষয়ে জাতিসংঘের সুপারিশ ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।শাহদীন মালিক বলেন, যেখানে কোনও আইন নেই, সেখানে নিরাপত্তাবোধ থাকবে না। অন্যায়-অপরাধ হলে আইন অনুযায়ী বিচার হবে না। আমরা কিন্তু সেদিকেই এগুচ্ছি।সরকার চালনাকারীরা সবাই চোখ বুজে থাকেন কিনা এমন প্রশ্ন তুলে শাহদীন মালিক বলেন, যেসব দেশে আশির দশকে বিচারবহির্ভূত হত্যাকা- বা গুম শুরু হয়েছিল, সেই দেশগুলোর অবস্থা পরে কী হয়েছিল সেগুলো তারা দেখেন না কেন?

এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, ক্যাসিনো ব্যবসা পুলিশের নাকের ডগায় হচ্ছে, অথচ পুলিশ বলছে তারা জানে না।চারদিকে দুর্নীতি হচ্ছে। এসব পচন শুরু হয়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গুম এর মধ্য দিয়ে। বিচারবহির্ভূত হত্যাকান্ড যেসব দেশে আছে, সেসব দেশের যে চিত্র আমরা দেখতে পাই, তা আমাদের কারও কাম্য নয়।

এই আইনজীবী বলেন, সমাজে অবশ্যই অপরাধ, অনিয়ম, বিশৃঙ্খলা আছে। আমাদের দেশে একটা ভাবনা এসেছে যে, দুই-চারশ মানুষকে গুলি করে হত্যা করলেই মাদক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা মোটেও সম্ভব নয়। কারণ এর আগে কোনও দেশ এ পথে অপরাধ দমন করতে পারেনি। কিন্তু এর প্রতিক্রিয়া হয় ভয়াবহ।নারী পক্ষের আহ্বায়ক শিরিন হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।