আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আফগান নিরাপত্তা বাহিনীর বহনকারী মিনিবাসে বোমা বিস্ফোরণে সোমবার আরো ৩৭ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নানগড়হার গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থেকে ওই বোমা ছোড়া হয়। তবে ওই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী জানান, নিহত ও আহতদের মধ্যে কতজন নিরাপত্তারক্ষী বা বেসামরিক ব্যক্তি রয়েছেন তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলের কাছাকাছি গাড়ি পরিষ্কার করতে থাকা প্রত্যক্ষদর্শী রহিম জান জানান, তিনি বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে ছিটকে পড়ে যান এবং ধোঁয়ায় ওই এলাকা ছেয়ে যায়। তার কিছুক্ষণ পর রাস্তায় নিহত ও আহতদের পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় রহিম জান ও তার ভাই আহত হয়েছেন।