প্রবল ¯্রােতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে আবারও বন্ধ রয়েছে ফেরি চলাচল। সোমবার রাত সাড়ে নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কখন নাগাদ ফেরি চলাচল শুরু হবে তা জানাতে পারেনি বিআইডব্লিউটিসি। ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা পরিবহন চালক ও শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে। কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, আগষ্ট মাস থেকেই তীব্র স্রোতে ও নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পণ্যবাহী পরিবহন আটকে আছে।
পদ্মানদীতে নাব্যতা সংকট ও তীব্র স্রোত অব্যাহত থাকায় চলতে পারছে না ফেরিগুলো। কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে চারটি রো রোসহ মোট ১৮টি ফেরি থাকলেও উদ্ভুত সংকটের কারণে মাঝে মাঝেই চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘসময় বন্ধও থাকছে ফেরি চলাচল। ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না এই নৌরুট ব্যবহারকারীদের।

ট্রাক চালক আঃ কাদেরও ইব্রাহিম বলেন, সোমবার বিকালে এসেও পার হতে পারি নাই। আর এখন ফেরি বন্ধ। কখন চালু হবে তাও জানে না কেউ । নির্ধারিত সময় ঢাকা যেতে পারছি না। ঘাটে সব ধরনের খাবারের দামও বেশি। খুবেই কষ্টকর এই রুটের চলাচল। পণ্যবাহী এক ট্রাকের শ্রমিক বলেন, ‘ঘাটে আটকে থেকে ট্রাকে থাকা সবজি নষ্ট হওয়ার পথে। আর ঘাটে বসে থেকে আমাদের খরচও বেড়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ। কখন থেকে চলবে তার নির্দেশনা এখনও আসেনি।

সাবরীন জেরীন,মাদারীপুর।