কী অপারেটর (লোকো মাষ্টার) ছাড়াই পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী ট্রেন ‘পাবনা এক্সপ্রেস’ চালানোর অপরাধে তিন কর্মকর্তাকে সোমবার সাময়িক ভাবে বরখাস্ত করা হযেছে। রোববার পাবনা এক্সপ্রেস ট্রেন পাবনা থেকে রাজশাহী ফিরে আসে লোকো মাষ্টার ছাড়াই। এ অভিযোগ পাওয়ার পর সত্যতা যাচাই শেষে কর্তৃপক্ষ সোমবার লোকে মাষ্টার আসলাম উদ্দিন খান, ও সহকারী লোকো মাষ্টার আহসান উদ্দিন খান এবং পরিচালক আনোয়ার হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেেেছন।

সংশ্লিষ্ট একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, লোকে মাষ্টার আসলাম উদ্দিন খান শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা হওয়ায় বিনা নোটিশেই অনুপস্থিত থাকার সাহস দেখিয়েছেন।