তুরস্কের দখলকৃত উত্তর সিরিয়ার শহর রাস আল আইনের কাছে ত্রাণকর্মী ও সাংবাদিকদের কনভয়ে তুরস্কের বম্বিং, নিহতদের মধ্যে ১ সাংবাদিক সহ ৫ বেসামরিক ব্যক্তি রয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি অব হিউম্যান রাইটস বলেঝে আকাশ থেকে তুর্কি বিমানবাহিনী এই হামলা চালায়।

কুর্দিশ বার্তা সংস্থা হাওয়ার বলেছে এ্ ঘটনায় তাদের একজন প্রতিবেদক নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সাংবাদিকও আছেন। এই কনভয়ে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন। এছাড়াও দুজন ত্রাণকর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন ফ্রান্স টু টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক স্টিফেন পেরেজ। তিনিও এই কনভয়ের সঙ্গে ছিলেন। টুইটারে তিনি লেখেন, আমরা কুর্দি সিভিলিয়ানদের একটি কনভয়ে ছিলাম। এতে তুরস্ক ও তার মিত্ররা হামলা চালায়। আমার টিম ঠিক আছে কিন্তু কয়েকজন সহকর্মী মারা গেছেন। এই কনভয়কে যে স্বশস্ত্র রক্ষীরা নিরাপত্তা দিচ্ছিলেন, তাদেরও কয়েকজন নিহত হয়েছেন। তুরস্কের তথাকথিত বাফার জোন সৃষ্টিকারী এই অভিযানে এখন পর্যন্ত বেসামরিক ব্যক্তিরাই সর্বঅধিক ক্ষতির শিকার হয়েছেন।