পাবনা শহরের মনসুরাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এক মাদ্রাসা অধ্যক্ষসহ ১৪ ইসলামী ছাত্রী সংস্থার সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম-পিপিএিম) এ তথ্য নিশ্চিত করেছে। জেলা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের মনসুরাবাদ উপশহর এলাকার ৫ নম্বর সড়কের ১১৯ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ।এ সময় বাড়ির মালিক ধুলাউড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন সহ ১৩ জন জামায়াতের নারী সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বই, জঙ্গী সদস্য সংগ্রহের ফরম, টাকা সংগ্রহের রশিদ, ল্যাপটপ, মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা জামায়াতের ইসলাম ছাত্রী সংস্থার সদস্য সিরাজগঞ্জের বেলকুচি থানার গোপালপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে রাবেয়া খাতুন (২৫),একই থানার কলাগাছি গ্রামের সাইফুদ্দিনেরস্ত্রী ও আতাউর রহমানের মেয়ে আরিফা খাতুন (২৮), সিরাজগঞ্জের আলোকদিয়া গ্রামের মালেক খানের মেয়ে তানজিলা খাতুন (২০)। বগুড়া জেলার গাবতলী থানার বাইগুনী মধ্যপাড়ার আফসার আলীর মেয়ে লুনা খাতুন(২৮),বগুড়া থানার নাড়লী গ্রামের শামসুজ্জামানের মেয়ে শারমিন ওরফে শামচী (২৬)। পাবনা সদর থানার বলরামপুর গ্রামের আহম্মদ প্রামানিকের মেয়ে লাকী (২৪),সাঁথিয়া থানার চিনাখড়া গৌরি গ্রামের আমিন উদ্দিনের মেয়ে তাসলিমা ওরফে সুমাইয়া (১৮), আটঘরিয়া থানার হাঁপানীয়া গ্রামের বাকী বিল্লাহর মেয়ে শামীমা নাসরিন (২৮), সাঁথিয়া থানার কাশিনাথপুর নতুন পাড়া গ্রামের মৃত সোহরাব মোল্লার মেয়ে নাজমা খাতুন(২৭),চাটমোহর থানার বোয়ালমারী গ্রামের মুসাব আলীর মেয়ে মাহফুজা (২২)। নাটোর জেলার বাগাতীপাড়া থানার দেবনগর গ্রামের মহসিন আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২),নাটোর জেলার লালপুর থানার জমসেদ আলীর মেয়ে আসমাউল হোসনা (২৫)। ঢাকা জেলার কাফরুল থানার মিরপুর ১৩ এলাকার আলাউদ্দীনের স্ত্রী ও আলী আহম্মেদের মেয়ে রুমা খাতুন (৩০) রয়েছে। পুলিশের জানায়, ধুলাউড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেনের বাসায় তারই নেতৃত্বে ও পৃষ্ঠপোষকতায় ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সংগ্রহ সহ সরকার বিরোধী এবং উত্তরবঙ্গের নানা স্থানে নাশকতা মূলক কর্মকান্ড করার পরিকল্পনা করা হচ্ছিলো। সোমবার সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, আটকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।