অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ঢুকে গেল কয়েকটি শব্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শ ভুয়া খবরকে তার টুইটারে ‘ফেক নিউজ’ বলে অভিহিত করে থাকেন। ডিকশনারিতে ঢুকে পড়লো শব্দটি। প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারিতে নতুন কিছু শব্দ যোগ হয়। আর এ ডিকশনারিটির এক বাক্যে ইংরেজি ভাষার শব্দ কোষ হিসেবে ‘বাইবেল’ হিসেবে সুপরিচিতি রয়েছে।

‘হোয়াটেভস’ শব্দটি এসেছে কোনো ব্যক্তি যখন কোনো প্রশ্ন করেন বা বিবৃতি দিয়ে কিছু বলতে চান তার সঙ্গে দ্বিমত অথবা বক্তা যদি কোনো কিছুর সঙ্গে জড়িত হতে অনিচ্ছা পোষণ করে অথবা বিষয়টির সঙ্গে ভিন্ন মত ধারণ করে তাহলে তা মোক্ষমভাবে বুঝাতে এই শব্দটি যোগ হয়েছে।

‘ওমনিশেম্বলস’ শব্দটি যোগ হয়েছে চরম অব্যবস্থাপনা বুঝাতে। এছাড়া ‘স্টার ওয়ারস’ থেকেও বেশ কিছু শব্দ চয়ন করেছে অক্সফোর্ড। যেমন সামফিন, জ্যাফাইক্যান এসেছে তাদের বুঝাতে যারা জ্যামাইকার সংস্কৃতি ধারণ করতে পছন্দ করেন। এদিকে অক্সফোর্ড ডিকশনারি থেকে বেশকিছু শব্দ বাদ দেয়ারও দাবি উঠেছে কারণ শব্দগুলো নারীর জন্যে অপমানসূচক বলে মনে করা হচ্ছে।