গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানার গুদামে সোমবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার গুদামে রাখা সূতাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান,গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া কম্পোজিট কারখানার গুদামে সোমবার সকাল ৮টার দিকে একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশে ছড়িয় পড়ে এবং এক পর্যায়েতা নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। খবর পেয়ে প্রথমে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের যোগ দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার গুদামে রাখা সূতা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।