লোকসংগীতের মহা উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’ শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। তিনদিন ব্যাপী এবারের আয়োজনটিও অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। বিগত বছরের মতো এবারও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ থাকছে। আজ বুধবার ফোক ফেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ এবং প্রখ্যাত লোক সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী বলেন, ‘লোকসংগীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু করি। আয়োজনটি এখন উৎসবে পরিণত হয়েছে, লোকসংগীতের মিলনমেলাও বলা যায় এটি। প্রতিবারের মতো এবারও সবার সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। দর্শকেরা নিবন্ধন করতে পারবেন ফোক ফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার উৎসবে ৬টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম অনুষ্ঠিত হয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এ নিয়ে পঞ্চমবারের মতো আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।