যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব কাউন্টি এসেক্সের একটি শিল্প পার্কের লরির কন্টেইনার থেকে পাওয়া ৩৯ মৃতদেহের সবাই চীনা নাগরিক বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গতকাল বুধবার লাশগুলো এসেক্সের গ্রেইসের ওয়াটারগ্লাড শিল্পপার্কে পাওয়া যায়। পরে পুলিশ স্থানীয় সময় রাত ১টা ৪০মিনিটে অ্যাম্বুলেন্স ডেকে লাশগুলো মর্গে পাঠায়। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে আসা ২৫ বছর বয়সী লরি চালককে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মরদেহের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর রয়েছে। গত রোববার লরিটি বেলজিয়ামের থেকে হলিহেড হয়ে ব্রিটেনে প্রবেশ করে।

একসঙ্গে এতগুলো লাশ পাওয়ার পর আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলের ধারণা, মানব পাচারকারী চক্র বিদেশে পাচারের সময় হয়তো তাদের মৃত্যু হয়েছে। জাতিসংঘ ২০১৪ সাল থেকে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে গিয়ে পথিমধ্যে মারা যাওয়া লোকদের সংখ্যা রেকর্ড করা শুরু করেছে। ওই সময় থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে লরি এবং কনটেইনারে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। ২০১৪ সালে শরণার্থী সংকট শুরুর আগের তথ্যে এভাবে সংগ্রহ করা হয়নি। ২০০০ সালেও ডোভারে একটি লরিতে ৫৮ চীনা শরণার্থীর মৃতদেহ পাওয়া গিয়েছিল।