গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসিতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারুল হকের সঙ্গে তার পাঁচ আইনজীবি শুক্রবার কারাগারে সাক্ষাৎ করেছেন। এসময় আইনজীবিদের কাছে এটিএম আজহারুল তার মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার জন্য আপীল (রিভিউ) করার অভিমত ব্যক্ত করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, এ কারাগারে বন্দি মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসিতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারুল হকের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার সকালে তার পাঁচ আইনজীবী কারাগারে আসেন। পরে আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আজহারুলের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়। তারা সকাল ১০টার দিকে বন্দি আজহারুলের সঙ্গে দেখা করেন এবং কারাগারের একটি কক্ষে প্রায় আধা ঘন্টা সময় কাটিয়েছেন। তারা ফাঁসির রায়ের বিরুদ্ধে আপীল করার বিষয়াদি নিয়ে কথা বলেছেন। এসময় আজহারুল তার মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল (রিভিউ) করার অভিমত ব্যক্ত করেছেন বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে আইনজীবিরা কারা চত্বর ত্যাগ করেন। তবে আইনজীবী ছাড়া এটিএম আজহারের সঙ্গে দেখা করতে এদিন কারাগারে পরিবারের কোন সদস্য আসেননি।