সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চারদিনের সরকারি সফরে সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স এর কমান্ডারসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তিনি চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। এছাড়াও তিনি চীন অলিম্পিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি চীনের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফর শেষে সেনাপ্রধানের আগামী ৯ নভেম্বরদেশে ফেরার কথা রয়েছে।