বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাদেক হোসেন খোকা সম্পর্কে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ভাল নেতৃত্বের অধিকারীও ছিলেন। রাজনীতির মাঠে আমাদের অনেক স্মৃতি আছে। দল আলাদা হলেও ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল। আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’ তথ্যমন্ত্রী বলেন, সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। মৃত্যুর আগেই তিনি দেশে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এজন্য পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এরইমধ্যে তাকে আনার জন্য বলা হয়েছে।