রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এনিয়ে প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে নতুন করে তেল ক্ষেত্রের সন্ধান পাওয়া নিঃসন্দেহে দেশটির রিজার্ভকে আরো সমৃদ্ধ করে তুলবে বলে প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইউরোপের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কঠিন সময়ের মধ্যে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা এলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইয়ন, বিবিসি, আল জাজিরা

ইরানের ইয়াজদ শহরে দেওয়া এক ভাষণে তেলের খনির সন্ধান পাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই খনির অবস্থান তেলশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের দক্ষিণের খুজিস্তান প্রদেশে।ইরানের ১৫০ বিলিয়ন ব্যারেলের তেলের রিজার্ভের সঙ্গে আরো ৫৩ বিলিয়ন যোগ হতে যাচ্ছে।’ মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ইরানের তেল বিক্রির ওপর প্রতিনিয়ত নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন কিন্তু আমাদের শ্রমিক ও প্রকৌশলীরা আরো ৫৩ বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পেয়েছে।’

পৃথিবীর বৃহত্তম অপরিশোধিত তেল রিজার্ভের অধিকারী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থতম। একইসঙ্গে প্রাকৃতিক গ্যাস রিজার্ভের ক্ষেত্রেও দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। নতুন আবিস্কৃত খনিটি হতে যাচ্ছে ইরানের দ্বিতীয় বৃহত্তম। আহভাজ শহরে অবস্থিত দেশটির সর্ববৃহৎ খনিতে ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে।