বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার “জেনোমিক অ্যান্ড হাই থ্র-পুট ফেনো টাইপিং অব সাসটেইনেবল ব্রিডিং প্রোগ্রেস ইন সিরিয়াল ক্রপস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জার্মানীর বিশেষজ্ঞের একটি প্রতিনিধিদল এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে জার্মানীর বন বিশ্ববিদ্যালয়ের প্লান্ট ব্রিডিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. জেনসলিওন তাঁর গবেষণা প্রবন্ধ, ’ক্রপ ব্রিডিং রিসার্স এট দি ইউনিভার্সিটি অব বন কেস স্টাডিজ ফর ইমপ্রুভিং ড্রটস্টেস টলারেন্স ইন বার্লি ইল্ড ইন হুইট’এবং ঊর্ধ্বতন বিজ্ঞানী ড. অজিম ব্যালভোরা, ‘ব্রিডিং সিকিউরস সাসটেইনেবল হুইট প্রডাকটিভিটি’ বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথি ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া তার বক্তব্যে জার্মান থেকে আগত অতিথিবৃন্দদের স্বাগত জানান এবং সেমিনারের সফলতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. মোঃ রুহুল আমীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।