রাজধানীর বাসাবোর আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সিতে অভিযান চালিয়েছে র‌্যাব। রোহিঙ্গাদের বাংলাদেশি জন্মসনদ তৈরি করে পাসপোর্ট সরবরাহ করত এই প্রতিষ্ঠানটি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব গতকাল বিকালে বাসাবোর নাভানা টাওয়ারে অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-২-এর সিপিসি-৩ কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। পরে প্রতিষ্ঠানটির মালিক আতিকুর রহমানকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান টাকা বিদেশে পাচারের তথ্য, ব্যাংকে বড় অংকের এফডিআরের কাগজপত্র, রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ও বেশ কিছু ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্র্যাভেলস এজেন্সির মালিক আতিকুর রহমানের অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে ৭০ লাখ টাকা, ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার এফডিআর ও অস্ট্রেলিয়ায় একটি আলিশান বাড়ি রয়েছে। র‌্যাব-২-এর সিপিসি-৩ কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, এই অভিযানের মধ্যে দিয়ে রোহিঙ্গাদের জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি চক্রের মুলহোতাদের ধরা সম্ভব হবে।

বাসাবো ছাড়াও এ ধরনের আরও অফিসের সন্ধান পাওয়া গেছে। তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর নারায়নগঞ্জ থেকে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির জন্য জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিলো। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এই আসামিদের দেয়া তথ্যমতেই আতিকের সন্ধান পাওয়া যায়। তিনি এই চক্রের মুলহোতা বলে ধারনা করা হচ্ছে।