পেঁয়াজের পর লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘পেঁয়াজের পর লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব ছড়িয়ে লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে, বাজারে অরাজকতা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।’

খাদ্যপণ্য নিয়ে গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি বিরোধী দল এগুলো করছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

সরকারের পক্ষ থেকে দেশে লবণের পর্যাপ্ত মজদু থাকার কথা জানিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শও দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘লবণ-চাল নিয়ে আজ গুজব সৃষ্টি করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাব, এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যারাই এ ষড়যন্ত্র করছে তাদের কারও রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। আগামীকাল থেকে সারা দেশে সরকারিভাবে নতুন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোনো সংকট নেই।’ এ সময় গুজব রোধে গণমাধ্যমসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপির প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) এর মধ্যে আওয়াজ তুলেছে, তারা আগাম নির্বাচন চায়। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে, এটি তাদের মামার বাড়ির আবদার করার মতোই বক্তব্য। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উসকানি দিচ্ছে-এটি আজ পরিষ্কার। এ মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।