গাজীপুরের শ্রীপুরে এক ভূয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত এক ডায়াগনষ্টিক সেন্টারকে ২০হাজার টাকা জরিমানা করেছে।

দন্ডপ্রাপ্ত ভ’য়া চিকিৎসকের নাম তপন কুমার সরকার (৪২)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

গাজীপুরে শ্রীপুরের মাওনা বাজার রোডের শামীম চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে তপন কুমার সরকার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল আরেফীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় আদালত অভিযোগের সত্যতা পেয়ে ভূয়া চিকিৎসক তপন কুমার সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এছাড়াও আদালত পৃথক অভিযান চালিয়ে একই সড়কের সুপার ডায়াগনস্টিক সেন্টারের সহ-ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন রিয়াজকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেন। চিকিৎসক ছাড়া প্যাথলজিক্যাল চিকিৎসা চালানোর অভিযোগে এ দন্ড করা হয়।

অভিযানকালে আশেপাশের কয়েকটি ফার্মেসীতে ভূয়া চিকিৎসক রোগী দেখছেন বলে অভিযোগ পেয়ে ফের অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ফার্মেসীগুলো বন্ধ করে পালিয়ে যায় ভূয়া চিকিৎসকসহ দোকানীরা।