বরগুনার পাথরঘাটার নতুন বাজার খাল সংলগ্ন মোহনার শুঁটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এ সময় ২ জনকে আটক করা হয়। রোববার (২৪ নভেম্বর) সকালে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন- পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকার হাকিম সিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) এবং একই এলাকার আবদুল ছত্তার (৬৫)। এর আগে শনিবার রাতে ১০ হাজার হাঙ্গরের বাচ্চাসহ তাদের আটক করা হয়।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বলেন, শনিবার রাতে খবর পেয়ে পাথরঘাটা খালের উত্তর পাশের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে। পরে সেখানেই হাঙ্গরের বাচ্চাগুলো মাটির নিচে পুতে ফেলা হয়। আটককৃতদের ভ্রামমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।