গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে এক ডায়িং কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান সোমবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুর সদর উপজেলার শিরিরচালা বাঘেরবাজার এলাকার ফম কম ডাইং লিমিটেড কারখানাটি মানমাত্রা বহিভর্’ত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছিল। সোমবার বিকেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ওই এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদশর্ক শেখ মোজাহীদ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।