চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের এক কেজি কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭। সোমবার বিকেলে আনোয়ার হোসেন নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আনোয়ার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. কামাল হোসেনের ছেলে। তিনি নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনি পি-ব্লকে বসবাস করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়পুল এলাকার পিসি রোড থেকে আনোয়ারকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় এক কেজি কোকেন উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আনোয়ার কোকেনগুলো বিক্রির জন্য বড়পোল এলাকায় নিয়ে এসেছিলেন। দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কোকেনসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল আনোয়ার। তিনি এসব কোকেন কীভাবে সংগ্রহ করেছেন বা কোথা থেকে এনেছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।