গাজীপুরে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এ, কে, এম, আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে নারীও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম,এল,বি মেছবাহ উদ্দিন আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরুন্নেসা ও সৈয়দা মিনহাজ উম মুনীরা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন, গাজীপুর জেলা কারাগারের সুপার নেছার আলম, গাজীপুর আদালতের জিপি অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন বাবুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ খালেদ হোসেন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ মঞ্জুর মোর্শেদ প্রিন্সসহ বিচারিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলায় দায়েরকৃত মামলা সমূহ দ্রুত নিষ্পতির লক্ষ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা দুরীকরণের উপায় নিয়ে আলোচনা হয়। এসময় বক্তারা গাজীপুরে মামলার তুলনায় বিচারক এবং আদালত ভবন’র সংখ্যা কম হওয়ায় সেসব বাড়ানোর প্রসঙ্গে আলোচনা করেন। গাজীপুর বিচার বিভাগ আয়োজিত বার্ষিক এ সম্মেলনে জেলার বিচারিক কার্যক্রমের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশ নেন।