গতকাল ২৮টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হয়েছে ৬ দিনব্যাপি আঞ্চলিক লোক সঙ্গীত উৎসব ও মেলা। রবিবার সন্ধ্যায় সার্কিট হাউজ জিমনেসিয়ামে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি মহদয়।

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

ময়মনসিংহের ২৮টি সাংস্কৃতিক দল লোক সংগীত পরিবেশন করবে এবারের আঞ্চলিক লোক সঙ্গীত উৎসবে।

মেলায় বিভিন্ন কারুপণ্যের ১৮টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

খালেদ খুররাম পারভেজ, ময়মনসিংহ