বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ইউএস প্যাসিফিক কমান্ডের আমন্ত্রণে ‘প্যাসিফিক এয়ার চিপস সিম্পোজিয়ামে’ অংশগ্রহণের জন্য ৫ দিনের সরকারী সফরে সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামের প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করবেন। এবারের সিম্পোজিয়ামের মুল বিষয়বস্তু ‘এ কোলাবোরেটিভ এপ্রোচ টু রিজিওনাল সিকিউরিটি’। সফরকালে বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী শ্রীলংকা, ভিয়েতনাম, ভারত, ব্রুনাই, ফ্র্রান্স ও ইন্দোনেশিয়া বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। বমান বাহিনী প্রধানের এই সফর অংশগ্রহণকারী দেশ সমূহের বিমান বাহিনীর মধ্যে সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।