আগামী চার বছরের জন্য সব রকম আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে। ডোপ টেস্ট কেলেঙ্কারীর কারণে ২০২০ ইউরো কাপ, টোকিয়ো অলিম্পিক এবং ২০২২ অলিম্পিকে যোগ দিতে পারবে না দেশটির প্রতিযোগীরা। আজ সোমবার রাশিয়াকে নিষিদ্ধ করে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)। এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেয় সংস্থাটি। ওয়াডার এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে সর্বসম্মতভাবে সব সুপারিশ গ্রহণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, অ্যাথলেটদের ডোপিং টেস্ট করানোর পর ধরা পড়ায় কোনো ব্যবস্থা নেয়নি রুশ কর্তৃপক্ষ। এ ছাড়া ডোপিং লুকাতেই ওয়াডার ল্যাবরেটরিতে ভুয়া তথ্য পাঠায় দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

আজ সোমবার প্যারিসে ওয়াডার পর্যালোচনা কমিটির বৈঠকে এ সব বিষয়ে আলোচনা করা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় রাশিয়াকে অলিম্পিকের আসরগুলো থেকে নিষিদ্ধ করা হয়। পর্যালোচনা কমিটি জানিয়েছে, ২০২০ ইউরো কাপ, টোকিও অলিম্পিক এবং ২০২২ অলিম্পিকে যোগ দিতে পারবে না রুশ প্রতিযোগীরা অংশ গ্রহণ করতে পারবে না।

এর আগে ২০১৬ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক্সে রাষ্ট্র পরিচালিত ডোপিংয়ের মারাত্মক অভিযোগ ওঠে মস্কোর বিরুদ্ধে।