বাঁকুড়ার ছেলে আমি 

বাঁকুড়ার ছেলে আমি বলে জাসু ভাই
গায়ে তার কালো শার্ট চেনার উপায় নাই;
কলকাতা গিয়েছিল গত তিন শ’ মাস
নাই তার এখন আর আহামরি কাশ;
শহরে গিয়ে সে কত অচেনা
গ্রামের ছেলে পেয়ে দেয় তার দেনা।

মানুষের মত সে হয়েছে মানুষ
মিথ্যা আড়ালে আছে তার হুঁশ
কত সে করে রে আদর আপ্যায়ন
গ্রামের ছেলের মত কেড়ে নিল মন ।

আর এখন কথা সে বলে না বেশি
মাঝে মাঝে মিষ্টি মুখে দেয় সে হাসি

-শাবলু শাহাবউদ্দিন