যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনার সর্বত্র মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অব কমার্স, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, সরকারী এডওয়ার্ড কলেজ, সরকারী শহীদ বুলবুল কলেজ, বিএমএ, নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউিট, রাইফেল ক্লাব, আইডিয়াল নার্সি কলেজ, আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, গণ শিল্পী সংস্থাসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, সমাজিক, সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ দূর্জয় পাবনাতে পুষ্পার্ঘ অর্পন করে। এছাড়াও শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতা, শ্যুটিং, সাইকেল চালনা প্রতিযোগীতা, র‌্যালী, আলোচনা সভাসহ পৃথক পৃথক ভাবে নানা কর্মসমূচি পালন পালন করে বিভিন্ন সংগঠন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।