গাজীপুরে কেশোরিতা এলাকার ডিলাক্স ফ্যান কারখানায় আগুনে ১০ জনের মৃত্যুর ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন নিহত রাশেদের বাবা কামাল হোসেন। জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, কারখানার মালিকসহ ৭ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলামসহ ৫ জন অংশীদার, কারখানার ম্যানেজার ও আরেকজনকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি।

রোববার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার কেশরিতা গ্রামে রওজা হাইটেকের লাক্সারি ফ্যান কারখানায় আগুন লাগে। অগ্নিকান্ডে ১০জন মারা যান। দগ্ধ হন দুজন। দগ্ধদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সগ্রহের পর, ময়নাতদন্ত শেষে নিহতদের মৃতদেহগুলো স্বজনদের নিকট হস্থান্তর করা হয়।

নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার ও কারখানা কর্তৃপক্ষের তরফ থেকো ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।