লালমনিরহাটে রংপুর বিভাগের ৪টি জেলায় কারিগরী শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২১ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও জনশক্তির কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিচালক ড. নুরুল ইসলাম, প্রাকটিক্যাল এ্যাকশন কান্ট্রি ডিরেক্টর ড. ফারুক উল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এবং আরডিআরএস এর সমন্বয়ে প্রাকটিক্যাল এ্যাকশন এর উদ্যোগে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ৭শত যুবককে লাইট ইঞ্জিনিয়ার, ওয়েলডিং এন্ড ফেব্রিকেশন, ইলেকট্রিক, ইন্ডাষ্ট্রিয়াল সুইংমেশিন অপারেশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। তম্মধ্যে ১হাজার ৬শত কর্মসংস্থানে নিয়োজিত হয়েছে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি