খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়িতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩শে ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ২৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে, তার মধ্য উক্ত স্কুলে ভর্তির সুযোগ পাবে ১২০ জন। ৬ষ্ঠ শ্রেণি ছাড়াও ক্লাশ ৭/৮/৯ এ ভর্তি ইচ্ছুদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের রেজাল্ট বিকাল ৩ টার সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

এই সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর জসীমউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রণব চাকমা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মৃদুল কান্তি ত্রিপুরা সহ সরকারি স্কুলের শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি