খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল মহালছড়ি উপজেলার আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টান।

এই সময় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আবু তালেব, বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিজন্তা চাকমা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

সমাপনী খেলা শেষে বিভিন্ন স্কুলের বিজয়ী খেলোয়ারদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র সহ বিভিন্ন পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

কলিন চাকমা, (মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি