টানা ছয় দিন শৈত্যপ্রবাহের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে যশোরে শুরু হয়েছে বৃষ্টি। রাত থেকে কুয়াশা ও সকাল ১১টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শৈত্যপ্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা বেশি থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। যশোর বিমানবন্দর নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে যশোরের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টি হয়েছে বেলা ১২ পর্যন্ত এক মিলিমিটার পরে তা বেড়ে চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমে আসে। বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জনজীবনে ভোগান্তিতে নেমে এসেছে। কাজ ছাড়া ঘরের বাইরে আসছেন না কেউ।

Image Courtesy : Anam Khurshid