প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান মুখ্য সচিব মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। নজিবুর রহমান আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। গতকাল রবিবার কায়কাউসকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ড. আহমদ কায়কাউস বিসিএসের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করছেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিব ছিলেন। আগামী বছরের ৩১ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা।

নতুন মুখ্য সচিব কায়কাউস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএ ডিগ্রি নিয়েছেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে পিএইচডি ডিগ্রি নেন।