বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ সংক্রান্ত নির্দেশনা গতকাল মঙ্গলবার রাতে অপারেটরদের কাছে পাঠিয়েছে সংস্থাটি। এর আগে ৯ ডিসেম্বর বিটিআরসি এক চিঠির মাধ্যমে সীমান্ত এলাকার নেটওয়ার্ক বন্ধে অপারেটরদের নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশনা তুলে নেওয়া হলো।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিটিআরসির নির্দেশ পাওয়ার পর সীমান্তে মোবাইল নেটওয়ার্ক সচল করার কাজ চলছে।