দেশবরেণ্য শিল্পপতি, পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পাবনা প্রেসক্লাবের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ। ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে রোববার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর কনিষ্ঠ পুত্র, স্কয়ার গ্রুপের পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি ও সাবেক সম্পাদক জ্যোষ্ঠ সাংবাদিক অাব্দুল মতীন খান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, ক্যাপ্টেন (অবঃ) ডা. ইলিয়াস ইফতেখার রসুল, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আকতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাবেক সস্পাদক এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, বনমালী শিল্পকলা কেন্দ্রের সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, পাবনা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতার জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী। দেশ বরেণ্য প্রয়াত এই শিল্পপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত স্যামসন এইচ চৌধুরী শুধু পাবনা নয়, সারা দেশের গর্ব ছিলেন। তাঁর কারণে বিশ্ব আজ পাবনা তথা বাংলাদেশকে কাছ থেকে চিনেছে, জেনেছে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব, কর্মসংস্থান ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করেছিলেন। স্কয়ার পরিবারের প্রায় ৬০ হাজার কর্মির দুই লক্ষাধিক পরিবারের পোষ্যদের মণিকোঠরে স্থান করে নিয়েছেন তিনি। তাঁর অবদান দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। স্মরণ সভার শুরুতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।